এম.গ‌ণি\'র অসাংগঠ‌নিক কর্মকা‌ন্ডের বি‌রো‌দ্ধে গ্রীস অা\'লী‌গের প্র‌তিবাদ সভা - GBnews24
Bangla News
Add Post
Menu
Games
8 1 8 Best strategy game


এম.গ‌ণি'র অসাংগঠ‌নিক কর্মকা‌ন্ডের বি‌রো‌দ্ধে গ্রীস অা'লী‌গের প্র‌তিবাদ সভা

মনিরুজ্জামান মনির (গ্রীস)_ গ্রীস অাওয়ামী  লী‌গের নেতা‌দের বাদ দি‌য়ে জামাত, বিএন‌পি, দালাল নেতা‌দের সা‌থে সর্ব ইউরো‌পিয়ান অাওয়ামী লী‌গের সাধারন সম্পাদক এম এ গ‌ণি স‌ম্মেলনের না‌মে গোপ‌নে নাটক করার অ‌ভি‌যোগ এনে গ্রীস অাওয়ামী লীগ দলীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেলন ও প্র‌তিবাদ সভার অা‌য়োজন ক‌রে। 
গ্রীস অাওয়ামী লী‌গের সভাপ‌তি‌ মান্নান মাতাব্বর লি‌খিত বক্ত‌ব্যে জানান, যারা অাওয়ামী লী‌গের নাম ভাং‌গি‌য়ে অামা‌দের অ‌র্জিত গৌরব‌কে কল‌ঙ্কিত কর‌ছেন তা‌দের ১০ মে স‌ম্মেলন সম্পূর্ন অ‌বৈধ্য। সে‌দি‌নের স‌ম্মেল‌নে কোন ঠিকানা উল্লেখ না ক‌রে গোপ‌নে এমএ গ‌ণি তার প‌কেট স‌ম্মেলন ক‌রে গে‌ছেন। গ্রীস প্রশাস‌নের কা‌ছে ইন্টারন্যাশনাল অপরাধী হিসা‌বে যি‌নি এখ‌নো কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে, সেই জামাত ‌নেতা‌কে সাধারণ সম্পাদক এবং যার গ্রীস অাওয়ামী‌লী‌গের কোন অবদান নাই তা‌কে সভাপ‌তি ক‌রে এমএ গ‌নি ক‌মি‌টি করার পায়তারা কর‌ছে। অামরা তার তীব্র নিন্দা ও প্র‌তিবাদ জানাই। যেখা‌নে জন‌নেত্রী শেখ হা‌সিনা দেশ‌কে কলঙ্ক মুক্ত ক‌রে উন্নত দে‌শে রূপান্ত‌রিত করতে কাজ ক‌রে যা‌চ্ছে, সেখা‌নে সর্ব ইউরো‌পিয়ান অাওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক  গ্রীস তথা ইউরো‌পে অাওয়ামী লীগের না‌মের সা‌থে কলঙ্কিত কর‌ছেন। গ্রীস অাওয়ামী‌লেী‌গের সভাপ‌তি মান্নান মাতাব্বর দলীয় প্রধান শেখ হা‌সিনা সহ শীর্ষ স্থানীয় নেতা‌দের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন।  
এসময় গ্রীস অাওয়ামী লী‌গের সাধারন সম্পাদক বাবুল হাওলাদার তার বক্ত‌ব্যে ব‌লেন, সর্ব ইউরো‌পিয়ান অাওয়ামী লী‌গের সভাপ‌তি শ্রী অ‌নিল দাস গুপ্ত‌ ও স্থানীয় অাওয়ামী লী‌গের নেতা‌দের উপেক্ষা ক‌রে এমএ গ‌নি, বিদ্যুত বড়ূয়া‌কে সা‌থে নি‌য়ে অসাংগঠ‌নিক কর্মকান্ড করে দলীয়গত ভা‌বে যে কোন্দল সৃ‌ষ্টি ক‌রে‌ছে তা অামরা কখ‌নো প্রত্যাশা ক‌রে‌নি। এসকল কোন্দ‌লের কার‌নে অাজ ইউরোপ জু‌ড়ে নি‌জেরাই নি‌জে‌দের প্র‌তিপক্ষ হ‌য়ে দাঁড়া‌চ্ছি। এসময় বাবুল হাওলাদার, জন‌নেত্রী শেখ হা‌সিনার নি‌র্দে‌শে এবং শ্রী অ‌নিল দাস গু‌প্ত'র অনুমো‌দিত দ্রুত এক‌টি ক‌মি‌টি দেওয়ার জন্য অনু‌রোধ ক‌রেন। তি‌নি ম‌নে ক‌রেন, এ ক‌মি‌টিই হ‌বে গ্রীস অাওয়ামী লী‌গের গ্রহন‌যোগ্য ক‌মি‌টি। অন্যথায় কোন বা‌ন্ডিল ক‌মি‌টি কেউ মে‌নে নি‌বে না। 
এসময় সর্ব ইউরো‌পিয়ান অাওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক এম.এ গ‌ণি‌কে ফোন ক‌রে পাওয়া যায়‌নি ত‌বে যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক টে‌লিকন‌ফা‌রে‌ন্সে ব‌লেন কোন অসংগাঠ‌নিক কর্ম অাওয়ামী লী‌গ ক‌রে না অার কেউ কর‌তে চাই‌লেও তা কখ‌নো সফল হ‌বে না, তি‌নি সবাই‌কে কাজ ক‌রে যাওয়ার দিক নি‌র্দেশনা দেন এবং জন‌নেত্রী শেখ হা‌সিনার হাত‌কে শ‌ক্তিশালী করার অাহ্বান জানান।
প্র‌তিবাদ সভায় মোক‌লেসুর রহমা‌নের সহকারী প‌রিচালনায় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ ক‌মিউ‌নি‌টির সহ সভাপ‌তি ইলিয়াস হাওলাদার, সাধারণ সম্পাদক খা‌লেক মাতাব্বর, সা‌বেক সভাপ‌তি গোলাম মাওলা, গ্রীস অাওয়ামী লী‌গের সা‌বেক সভাপ‌তি শেখ কামরুল ইসলাম এবং প্রবীন ও প্রভাবশালী অাওয়ামী নেতা বাচ্চু বেপারী, জ‌লিল হাওলাদার, জা‌কির হো‌সেন ভূইয়ান, ইলিয়াস হাওলাদার, মিজানুর রহমান, রোকন উদ্দিন জুলহাস, অা‌মিন মাষ্টার, কামরুল ইসলাম, লোকমান উদ্দিন, না‌সির উদ্দিন জমাদার, সো‌হেল হাওলাদার, বাদল ম‌ল্লিক, মো: রেজাউল ক‌রিম, র‌ফিকুল ইসলাম, হেলাল শেখ, জামাল উল্লা, ‌হেমা‌য়েত হাওলাদার, লিপু বেপারী, রু‌বেল হাওলাদার, শ‌হিদুল বেপারী, রেজাউল মোল্লা, সোবহান বেপারী, সো‌হেল হাওলাদার, ল‌তিব বেপারী, মোক‌লেছ মু‌ন্সি, অাক্তার ভূইয়া, অা‌মিন শ‌রিফ, অাজাহার কু‌স্তি, খান র‌হিম, অাসু সরদার, সে‌লিম অাকন, ‌মিজান শেখ, মোশারফ হাওলাদার, হেলাল বেপারী। এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, সেচ্চা‌সেবক লীগ ও বঙ্গবন্ধু ফাউ‌ন্ডেশনের শীর্ষ স্থানীয় নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

Related News

See more
24.Sat - Jun 01:06:18 am
update news :বাংলাদেশ দুতাবাস আয়োজিত মাতৃভাষা দিবস অনুষ্ঠানে ডেনমার্ক ---- আওয়ামী লীগের সরব উপস্থিতি
24.Sat - Jun 01:06:18 am
‘তারার আলো’ উইমেন্স ইঊনিটি ইউএসএ’র সাধারণ সভা নতুন কমিটি গঠন মীনা ইসলাম-সভাপতি ও পর্ণা ইয়াসমিন-সাধারণ সম্পাদক
24.Sat - Jun 01:06:18 am
৭ই মার্চেরআলোচনা ও মতবিনিময়সভা বঙ্গবন্ধুভাষণই মুক্তিযুদ্ধোদের উজ্জীবিত করেছিল
24.Sat - Jun 01:06:18 am
৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ মহকাব্য
24.Sat - Jun 01:06:18 am
৫ জানুয়ারী ছিল  বাংলদেশে গণতন্ত্রের টার্নিং পয়েন্ট - ডেনমার্ক আওয়ামী লীগ
24.Sat - Jun 01:06:18 am
১৯৭১ সালের ভয়াল ২৫শে মার্চ
24.Sat - Jun 01:06:18 am
ছাতকের আপামর জনতার সেবক হতে চাই.........রফিকুল ইসলাম কিরণ ।
24.Sat - Jun 01:06:18 am
উৎসবমুখর পরিবেবশে কানাডার টরন্টোয় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবস উদযাপন
24.Sat - Jun 01:06:18 am
উদীচীর প্রাণকাড়া বৈশাখী মেলা-অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা
24.Sat - Jun 01:06:18 am
উচ্চ সফলরা ১৫টি বিস্ময়কর কাজ ভিন্নভাবে করেন---মো:নাসির
© Copyright 2017 By GBnews24.com LTD Company Number: 09415178 | Design & Developed By (GBnews24 Group ) ☛ Email: gbnews24@gmail.com

United States   USA United States