বেতাগার বিভিন্ন অর্জন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় ও পরির্দশন - GBnews24
Bangla News
Add Post
Menu
Games
8 1 8 Best strategy game


বেতাগার বিভিন্ন অর্জন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় ও পরির্দশন

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম অর্জন ও পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে দি হাঙ্গার প্রজেক্ট, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম প্রতিনিধিদের সংগে মতবিনিময় সভা গতকাল শুক্রবার সকালে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ ও এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ এর আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ড. দেবপ্রিয় ভট্টাচার্য তার বক্তৃতায় বলেন, এসডিজি অর্জনের ক্ষেত্রে বেতাগা ইউনিয়ন পরিষদ একটি মাইল ফলক, তিনি এসডিজি ইউনিয়ন হিসাবে বেতাগা-কে স্বিকৃতি প্রদান করে বলেন, সরকারের যে লক্ষ্য তা বেতাগা ইউনিয়নে অনেক আগেই বাস্তবাইত হয়ে গেছে। তাদের নতুন নতুন যে কর্ম পরিকল্পনা ও বাস্তবায়ন তা দেশের কোন ইউনিয়নের আছে বলে তার মনে হয় না। তিনি ক্ষুদা মুক্ত দারিদ্র মুক্ত একটি অসাম্প্রদাইক বাংলাদেশ গঠনের জন্য নারী পুরুষ জাতী ধর্মবর্ণ সকলে-কে এক সাথে কাজ করে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। সিআইজি ফোরামের সভাপতি অধ্যক্ষ বটুগোপাল দাশ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশ ক্যান্টি ডিরেক্টর ড, বদিউল আলম মজুমদার ও সিডিপি এর পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজিম উদ্দিন, শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, সাধারন সম্পাদক শিরিনা আক্তার, সিডিপির প্রগ্রাম ম্যানেজার রুবাইয়া নুসরাত, ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, এ্যাডঃ হীটলার গোলদার, আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম, সিনিয়র প্রগ্রাম অফিসার মোঃ সাইফ আহম্মেদ, আঞ্চলিক সমন্বকারী মাসুদুর রহমান রঞ্জু, জেলা সমন্বয়কারী উত্তম কুমার দত্ত ও শিক্ষা সহায়তা প্রকল্পে সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম। মতবিনিময় সভার পূর্বে অতিথিরা অর্গানিক বেতাগা, কমিউিনিটি ক্লিনিক, ৬০তলা গ্রামের নারী নেত্রী কৃষ্ণা রানীর বাড়িতে বিভিন্ন নারী সংগঠনের সাথে মতবিনিময় ও শেষে বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইউনিয়ন পরিষদের নিজেস্ব অর্থায়নের একাডেমিক ভবন পরির্দশন ও শিক্ষাথীদের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় ১৪টি স্ট্যাডিং কমিটির সভাপতি সদস্য সচিব জনপ্রতিনিধি ও সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related News

See more
24.Sat - Jun 01:06:59 am
Windows multimedia গ্রুমিং স্কুল ও স্টুডিও এবং ইভেন্ট ম্যানেজমেন্ট নতুন করে শুরু হয়েছে।
24.Sat - Jun 01:06:59 am
Updated news:চাঁপাইনবাবগঞ্জে একসঙ্গে দুই শিশু নিখোঁজ : একজন আটক
24.Sat - Jun 01:06:59 am
Updated news: চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী বিদালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠান
24.Sat - Jun 01:06:59 am
Updated news কার কথা ঠিক , নিহত এস আই আকরামের স্ত্রী বর্ণি বাবুল আক্তারের বাড়িতে পুলিশ হত্যার রহস্য স্ত্রীর পরকীয়া
24.Sat - Jun 01:06:59 am
updated মৌলভীবাজারে প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রীর ৬৮তম জন্মদিন পালিত
24.Sat - Jun 01:06:59 am
updated :মৌলভীবাজার জেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত
24.Sat - Jun 01:06:59 am
Updated :মৌলভীবাজার  কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের শতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী উৎসবের উদ্ভোধন
24.Sat - Jun 01:06:59 am
UPdate: সাংবাদিক পিংকির নামে ফেইসবুকে আবার ও ফেইক আইডি।
24.Sat - Jun 01:06:59 am
Update News: ১৫ বছর পর সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার বাদীর জবানবন্দী গ্রহণ
24.Sat - Jun 01:06:59 am
Up: মৌলভীবাজার সামাজিক সংগঠন তারুন্য-The Youth এর বেতিক্রম আয়োজন ৫ই মে।
© Copyright 2017 By GBnews24.com LTD Company Number: 09415178 | Design & Developed By (GBnews24 Group ) ☛ Email: gbnews24@gmail.com

United States   USA United States