GBnews24 The largest social network In Worlds - GBnews24
Bangla Blog
Add Post

Hot Tunes

The quick brown fox jumps over the lazy dog.

অ্যান্ড্রয়েড

লেনোভো ফ্যাব ২ প্রো

লেনোভো ফ্যাব ২ প্রো...

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বৃহস্পতিবার লেনোভো টেক ওয়ার্ল্ডে ‘লেনোভো ফ্যাব ২ প্রো’ নামের স্মার্টফোনটি উন্মুক্ত করেছেন লেনোভোর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ইয়াং ইউয়ানকিং। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের ট্যাঙ্গো প্রযুক্তি। আগামী সেপ্টেম্বর নাগাদ বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি। এর দাম ধরা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার। লেনোভো ফ্যাব ২ প্রো তে রয়েছে বিশালাকৃতির ছয় দশমিক চার ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। রিয়ার আরজিবি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। আরো বাড়তি দুটি ক্যামেরা রয়েছে এতে। যার একটি হচ্ছে ডেপথ-সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা, এর সঙ্গে রয়েছে একটি ইমেজর ও এমিটর। আরো রয়েছে একটি মোশন ট্র্যাকিং ক্যামেরা। ফোনটিতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি। যার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম। ৪০৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে ফোনটিতে। রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হ্যান্ডসেটটির স্পিকার সিস্টেমে রয়েছে ডলবি অটমোস অডিও টেকনোলজি। থ্রিডি সাউন্ড রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি অডিও ৫ দশমিক ১। এই সেটেই প্রথমবারের মতো গুগলের ট্যাঙ্গো অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামানোর সুযোগ পাবেন ব্যবহারকারীরা। প্রাথমিকভাবে ২৫টি অ্যাপ নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ট্যাঙ্গো অ্যাপ স্টোর। সবগুলো অ্যাপই ব্যবহার করা যাবে লেনোভো ফ্যাব ২ প্রোতে। ট্যাঙ্গো প্রযুক্তির কারণে এই স্মার্টফোনে ভার্চুয়াল রিয়েলিটির গেম খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।   ...

অ্যানড্রয়েড ফোন নিয়ে আসছে নোকিয়া

অ্যানড্রয়েড ফোন নিয়ে আসছে নোকিয়া...

মাইক্রোসফটের সঙ্গে নোকিয়ার চুক্তি শেষ হচ্ছে এ বছর। আগামী বছর থেকে নোকিয়া তাই নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ পরিকল্পনার মধ্যে রয়েছে অ্যানড্রয়েড স্মার্টফোন নিয়ে বাজারে আসা। আগামী বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বেশ কিছু নতুন অ্যানড্রয়েড স্মার্টফোন নিয়ে আসতে পারে নোকিয়া। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। কয়েক মাস ধরে নোকিয়ার বেশ কিছু মডেলের নাম ও ছবি প্রকাশ করে আসছিল গিকবেঞ্চ। অ্যানড্রয়েড স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে নোকিয়া ৫৩২০, নোকিয়া ১৪৯০ ও নোকিয়া ডি১সি। ২০১৪ সালের সেপ্টেম্বরে ৭২০ কোটি ডলারের বিনিময়ে নোকিয়া কিনে নিয়েছিল মাইক্রোসফট। সেই চুক্তির শর্ত ছিল, ২০১৬ সালের শেষ নাগাদ নোকিয়া নিজেদের নামে কোনো ফোন আনতে পারবে না। মাইক্রোসফট কিনে নেওয়ার পর লুমিয়া নামে উইন্ডোজ অপারেটিংয়ে চালিত স্মার্টফোন বাজারে ছাড়ে মাইক্রোসফট। তবে  লাভজনক না হওয়ায় এ বছরই লুমিয়া স্মার্টফোনের উৎপাদন বন্ধ করে দেয় মাইক্রোসফট। আর মাইক্রোসফটের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কারণে নোকিয়া এখন আবার নিজেদের নামে স্মার্টফোন ও ফিচার ফোন বাজারে ছাড়তে পারবে। আগামী বছরের শুরুতে ডি১সি মডেলের অ্যানড্রয়েড ফোন নিয়ে বাজারে আসতে পারে নোকিয়া। নোকিয়া ডি১সি ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ও ৩ জিবি র্যাম। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার সঙ্গে থাকবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।   ১৮৬৫ সালে যাত্রা শুরু করে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নোকিয়া। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্গিতে প্রতিষ্ঠানটির সদর দপ্তর অবস্থিত। বর্তমানে ১২০টির বেশি দেশে প্রতিষ্ঠানটির কার্যালয় রয়েছে। ...

স্যামসাং গ্যালাক্সি এস ৭ নিরাপদ দাবি কর্তৃপক্ষের

স্যামসাং গ্যালাক্সি এস ৭ নিরাপদ দাবি কর্তৃপক্ষের...

এ বছরটা মোটেও ভালো যায়নি কোরিয়ান প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের। বিশেষ করে গ্যালাক্সি নোট ৭-এর বিস্ফোরণের পর ফোনটির উৎপাদন ও বিক্রির ক্ষতি স্যামসাংকে অনেকদিন বয়ে বেড়াতে হবে। এর ফলে ব্যবহারকারীদের আস্থা অনেকটাই হারিয়েছে স্যামসাং। পুরোনো ক্ষত সারিয়ে তুলতেই স্যামসাং নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস ৭ ও এস ৭ এজ। এই ফোন দুটি নিয়ে বেশ আশাবাদী তারা। তবে গ্যালাক্সি এস ৭ এজ ফোনটির ব্যাটারি বিস্ফোরণেরও কিছু খবর পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে স্যামসাং একটি বিবৃতি দিয়েছে যাতে দাবি করা হয়েছে গ্যালাক্সি এস ৭ সিরিজের ফোনগুলো সম্পূর্ণ নিরাপদ। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। স্যামসাংয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, স্যামসাং তাদের ফোনের মান নিয়ন্ত্রণ এবং নিরাপত্তার ব্যাপারটি সবার আগে মাথায় রাখে। যুক্তরাষ্ট্রে এক কোটিরও বেশি ব্যবহারকারী এস ৭ সিরিজের ফোন ব্যবহার করছে। কিছু কিছু সেটের ব্যাটারির ক্ষেত্রে অভিযোগ এসেছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরীক্ষার ফল পাওয়ার আগে ব্যাটারি বিস্ফোরণের প্রকৃত কারণ জানা সম্ভব নয়।   এর আগে স্যামসাং আরেকবার জানিয়েছিল, স্যামসাং এস ৭ স্মার্টফোন সম্পূর্ণ নিরাপদ এবং এই সিরিজের কোনো ফোনই ফিরিয়ে নিচ্ছে না তারা। গত কয়েক মাসে স্যামসাংয়ের গ্যালাক্সি বেশকিছু ফোন বিস্ফোরিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। চার্জে থাকা অবস্থায় অথবা ব্যবহারকারীদের পকেটে এসব ফোন বিস্ফোরিত হয়েছে। যেসব স্মার্টফোনে বিস্ফোরণ ঘটেছে তার মধ্যে রয়েছে গ্যালাক্সি এস ৭ এজ ও গ্যালাক্সি জে ৫। তবে স্যামসাং বরাবরই বলে আসছে তাদের ফোনের ব্যাটারিগুলো নিরাপদ প্রযুক্তিতেই তৈরি করা হয়েছে। ...

অ্যাপ দিয়ে টাকা আয় করুন

অ্যাপ দিয়ে টাকা আয় করুন...

সবাই কে স্বাগতম আমার আজকের নতুন টিউন এ।আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি অ্যাপ নিয়ে যা দিয়ে আপনি কিছু টাকা আয় করতে পারবেন।আমরা তু আমাদের মোবাইলে অনেক আজেবাজে অ্যাপ ডাউনলুড করি।এই একটি অ্যাপ আপনাকে টাকা কামানোর পথ করে দিবে শুধু ১০-১৫ সেকেন্ড এঁর কিছু ভিডিও দেখে।আমি এই মাসে ৬০০ টাকা আয় করেছি এই অ্যাপ দিয়ে। download এই অ্যাপ এর নাম video2money।এই অ্যাপ কিভাবে কাজ করে চিন্তা করতেছেন।এই অ্যাপ ইউজ করা খুব সুজা।শুধুমাত্র ২ টা স্টেপ। ১।অ্যাপ ডাউনলুড করার পর অ্যাপ ওপেন করলে দেখতে পারবেন একটা  ট্যাঁব আছে "offers". ২।এই offers tab এর স্ক্রিন এ কিছু বাটন আছে watch video 1,2 এভাবে। ৩।বাটন কিল্ক করে ভিডিও দেখতে হবে।প্রতিটি ভিডিও ১০-১৫ সেকেন্ড। আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। ৪।প্রত্যেক ভিডিও সম্পূর্ণভাবে দেখার পর আপনকে ঐ ভিডিও কেটে দিতে হবে। ৫।এরপর আপনাকে ১০ পয়েন্ট দেওয়া হবে।যা আপনার ডাটাবেস এ জমা হবে। ৬।এভাবে দিনে যতখুশি তত ভিডিও দেখতে পারেন।যত দেখবেন আপনার পয়েন্ট তত বাড়বে। ৭।এভাবে আপনার পয়েন্ট ৫০০০ হলে আপনি টাকা তুলতে পারবেন আপনার বিকাশ নাম্বরে। ৮।সর্বনিম্ন পয়েন্ট ৫০০০ যা ২৫ টাকা।         কিভাবে টাকা তুলবেন ১।টাকা তুলা খুবি সুজা।টাকা তুলতে হলে আপনাকে আগে আপনার অ্যাকাউন্ট ফিলআপ করতে হবে "My Account" tab থেকে। ২।এখানে আপনার নাম,ইমেইল ও বিকাশ নাম্বর দিয়ে সেভ করতে হবে। ৩।আপনার অ্যাকাউন্ট ফিলআপ করার পর আপনাকে "payments" tab এ যেতে হবে। এখানে আপনার পয়েন্ট অনুযায়ি বাটন কিল্ক করলে আপানর টাকা ৭ দিনের মধ্য পেয়ে যাবেন। কি খুব সুজা না।তাহলে আর দেরি কেন এখুনি ইন্সটল করুন আর টাকা আয় করুন।আপনি উপক্রত হলে আরেকজন কে জানান এই আয়প এর কথা। ...

Mdtajel Miah

Total ( 2 )

HeRa

Total ( 27 )

Category

© Copyright 2017 By GBnews24.com LTD Company Number: 09415178 | Design & Developed By (GBnews24 Group ) ☛ Email: gbnews24@gmail.com

United States   USA United States