জিবি নিউজ 24 ডেস্ক //
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাতে মস্কোয় দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা নিয়ে কথা বলেন। এছাড়া বিশেষ করে সিরিয়ার যেসব এলাকা এখনও আসাদ বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে সেগুলোর পুনরুদ্ধার নিয়েও কথা হয় তাদের।
২০২০ সালের জানুয়ারিতে দামেস্কে এক সম্মেলনে অংশ নিয়েছিলেন পুতিন। ওই সম্মেলনের পর এটিই দুই নেতার মধ্যে প্রথম কোনও বৈঠক।
ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন আসাদকে বলেছেন, ‘মূল সমস্যা হচ্ছে, জাতিসংঘ ও আপনার অনুমতি ছাড়াই বিদেশি (তুরস্ক) বাহিনী সিরিয়ার কিছু এলাকায় অবস্থান করছে।’
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দুই প্রেসিডেন্ট দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন