জিবি নিউজ 24 ডেস্ক //
ম্যাঞ্চেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণেই নাকি ব্যাপক ব্রিটিশ ক্রিকেটাররা ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে এবার মুখ খুলললেন ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ক্রিস ওকস।
একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, বিশ্বকাপ এবং তার পরেই রয়েছে অ্যাশেজ। খুবই অল্প সময়ের মধ্যে দু'টি টুর্নামেন্ট রয়েছে। আমি আইপিএল খেলতে পারলে খুশিই হতাম। তবে বিশ্বকাপ এবং অ্যাশেজ এর থেকেও বড় টুর্নামেন্ট। এবং ২০১৯ গ্রীষ্মের মতোই এবার শীতে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ থাকছে।
প্রায় ৬ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওকস। তাই তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে নজর দিতে চান। মালান আবার ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ সিরিজ নিয়ে এখন থেকেই ভাবনাচিন্তা শুরু করেছেন।
বেয়ারস্টো আবার ঠাঁসা ক্রীড়াসূচির কারণে আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বলে জানিয়েছেন। তবে যে কথাটা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো, ম্যাঞ্চেস্টার টেস্ট ইস্যু।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন