গোলাপগঞ্জে ছ্দ্মবেশে ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার

gbn

গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। গত সোমবার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা বাজার থেকে পলাতক আসামি আতিক কে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি উপজেলার বাঘা ইউনিয়নের খালপার গ্রামের মোবারক আলীর ছেলে।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে গ্রেফতার এড়াতে কৌশল অবলম্বন করে নিজের প্রকৃত নাম পরিবর্তন করে। সে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভুলারকান্দি সালদিগা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. হোসেন আহমদ নামে দীর্ঘ প্রায় ১৫ বছর থেকে অন্যত্র বসবাস করে আসছিল। ২০০৬ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন দায়ের করা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি সে। গোপন সংবাদদের ভিত্তিতে পুলিশ ছদ্মবেশ ধারণ করে এএসআই প্রণয় নালের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন