হঠাৎ অধিনায়কত্ব ছাড়লেন কোহলি

জিবি নিউজ 24 ডেস্ক //

কদিন ধরেই ভারতীয় সংবাদমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন বিরাট কোহলি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছিল। সেই গুঞ্জনকে সত্যি করে টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব ছাড়ছেন কোহলি।

বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকে নেতৃত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। শেষ পঞ্চাশোর্ধ্ব ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরি করতে পারেননি কোহলি। ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতেই অধিনায়ক ছাড়ার সিদ্ধান্ত নেবেন বলে দাবি করেছিল ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

 

তবে কোহলি জানিয়েছেন, ‘ওয়ার্কলোড (কার্যক্ষমতা) বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। শেষ ৮-৯ বছর আমি সব সংস্করণে খেলেছি, ৫-৬ বছর ধরে অধিনায়কত্বও করছি। ওয়ার্কলোড অনেক বেশি ছিল। আমি মনে করি, ভারতের জাতীয় দলকে ওয়ানডে এবং টেস্টে নেতৃত্ব দেয়ার জন্য আমার ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা জরুরি। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে আমি নিজের সবটুকুই দিয়েছি এবং আগামীতেও ব্যাটসম্যান হিসেবে সবকিছু দিতে থাকব।’

তিনি আরও বলেন, ‘এই সিদ্ধান্ত নিতে আমার সময় লেগেছে। আমি আমার কাছের মানুষদের সাথে অনেক আলোচনা করেছি। লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ রবি ভাই (রবি শাস্ত্রী) এবং রোহিতের সঙ্গেও কথা বলেছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমি টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ছাড়ছি। সেক্রেটারি জয় শাহ, বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি ও নির্বাচকদের সঙ্গেও আমি এই ব্যাপারে কথা বলেছি।’

২০১৭ সালের জানুয়ারিতে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব পেয়েছিলেন কোহলি। এরপর থেকে ভারতকে ৪৫টি টি-টোয়েন্টিতে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। যেখানে তাঁর অধীনে ২৭টি ম্যাচে জয় পেয়েছে ভারত। যেখানে হার ১৪টি ম্যাচে। গুঞ্জন রয়েছে কোহলির বদলি হিসেবে টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রোহিত শর্মাকে। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ১৯ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়ে ভারতকে ১৫টি ম্যাচে জিতিয়েছেন তিনি। এ ছাড়া আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে অধিনায়কত্ব করে পাঁচটি শিরোপা জিতেছেন রোহিত। যে কারণে অনেকেই তাঁকে এগিয়ে রাখছেন।

 

পূর্বপশ্চিমবিডি/আর

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন