জিবি নিউজ 24 ডেস্ক //
করোনাভাইরাসের সংক্রমণের হার কমে আসায় বাংলাদেশকে ব্রিটেনের অতি ঝুঁকিপূর্ণ দেশের তালিকা ‘রেড-লিস্ট’ থেকে নামিয়ে অ্যাম্বারে আনা হয়েছে। আর এতে করে বাংলাদেশে আটকে পড়া প্রায় ছয় হাজার ব্রিটিশ-বাংলাদেশি সহজে ব্রিটেন ফিরে যেতে পারবেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের অনুরোধে ব্রিটিশ সরকার বাংলাদেশকে অ্যাম্বারে নিয়ে এসেছেন। সাম্প্রতিক সফরে ব্রিটিশ সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাদের অনুরোধ করেছিলাম পঞ্চাশ বছরের বেশি পুরনো বন্ধু বাংলাদেশকে রেড এলার্টে রাখা কোনোভাবেই সমীচীন না।তাছাড়া ৫-৬ হাজারের বেশি ব্রিটিশ নাগরিক আছেন তাদের ওপরেও অন্যায় হচ্ছে।
এছাড়া বাংলাদেশের ওপর থেকে রেড এলার্ট তুলে নেয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, গত ৫ আগস্ট করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় বাংলাদেশসহ বিশ্বের উচ্চ-ঝুঁকিপূর্ণ মোট ৬০টি দেশকে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে লাল তালিকাভুক্ত করে যুক্তরাজ্য। একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিকদেরও এসব দেশ ভ্রমণে বিধি-নিষেধ আরোপ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন