জিবি নিউজ 24 ডেস্ক //
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তালেবান আফগানিস্তানকে বাহ্যিক অভিযানের ঘাঁটি হিসেবে ব্যবহারকারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে প্রতিরোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। হুমকি এলে প্রয়োজনে তা নিষ্ক্রিয় করার জন্য এই অঞ্চলে সন্ত্রাসবিরোধী ক্ষমতা পর্যবেক্ষণের জন্য আমরা প্রকাশ্য প্রচেষ্টা বজায় রাখবো।
ব্লিঙ্কেন টোলো নিউজকে বলেন, সন্ত্রাসী সংগঠন আল-কায়েদা যদি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রকে হুমকি দেয়, তাহলে তালেবান এর জন্য দায়ী থাকবে।
তিনি বলেন, যদিও তালেবান বলেছে, আফগানিস্তানের ভূখণ্ড থেকে কোনো সশস্ত্র গোষ্ঠীকে যুক্তরাষ্ট্রসহ কোনো দেশকে হুমকি দিতে দেওয়া হবে না। কিন্তু যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতির ওপর নির্ভর করবে না।
সিআইএর উপ-পরিচালক ডেভিড কোহেনকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আফগানিস্তানে আল কায়েদার সম্ভাব্য কার্যকলাপের লক্ষণ দেখছে যুক্তরাষ্ট্র।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন