‘ই-কমার্সে প্রতারণাকারীদের খুঁজে শাস্তির ব্যবস্থা করা হবে’

জিবি নিউজ 24 ডেস্ক //

ই-কমার্সে যারা প্রতারণা করবেন তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ই-বিজনেস বলুন আর যেটাই বলুন, কতোগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে; ইভ্যালি, ধামাকা, ই-অরেঞ্জ এর মধ্যে কিভাবে কিভাবে যেন আমাদের বেশ কয়েকজনের নামও জড়িত করে ফেলেছে। একজনের নাম তো বলতেই হয়- প্রখ্যাত নিউরো সার্জন এম আলী। তিনি তো আমার কাছে এসে কেঁদে কেঁদে বলেছেন, তিনি কিছুই জানতেন না।

 

তিনি বলেন, তিনি একজন প্রখ্যাত ডাক্তার। টেলিমেডিসিন কিভাবে প্রসার করা যায়, সে বিষয়ে ধামাকার সঙ্গে তার আলাপ হয়েছিল। এখন তার নামটি ধামাকায় দিয়ে...সেই বেচারা বিপদেই পড়েছেন আমরা দেখছি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইভ্যালি একটা, আরো কয়েকটা; মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়েছে। কিভাবে তারা তাদের কমিটমেন্ট পূরণ করবে এটা আমার এখন জানা নেই। আমরা মনে করি, তারা যে কমিটমেন্ট জনগণকে দিয়েছে তা যদি পূরণ না করে তবে আইন অনুযায়ী আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে এবং করতেই হবে। আমি আপনাদের মাধ্যমে আবেদন করছি, যারা এই ব্যাপারে লগ্নি করেন, ইনভেস্ট করেন তার আগে বুঝে-শুনে করবেন।

তিনি বলেন, আপনারা প্রতারিত যাতে না হন। আপনারা নিজে চিন্তা করবেন, এই যে প্রলোভন আপনাদের দেখাচ্ছে এটা বাস্তবসম্মত কি-না, প্রতারিত হওয়ায় সম্ভাবনা কিরকম আছে সেটাও তারা যেন যাচাই করে ইনভেস্ট করে। আমি এই মেসেজটা দিতে চাই যারা প্রতারণা করবেন তাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে, তাদের শাস্তির ব্যবস্থা আমরা করে দেবো। কেউ যদি প্রতারণার উদ্দেশ্যে করে থাকেন। আমাদের কাছে খবর আসছে, এগুলো অনুযায়ী তদন্ত কমিটি কাজ করছে।

এক প্রশ্নের উত্তরে আসাদুজ্জামান খান কামাল বলেন, সেগুলো সিস্টেম অনুযায়ী চলে আসবেই। আমি যেটা বলতে চাচ্ছি, যারা লোভনীয় মুনাফার কথা বলছেন, যে গাড়ির দাম ১০০ টাকা বলছে ৫০ টাকায় দেবে এগুলো বাস্তবসম্মত কি-না, সেগুলো দেখে-শুনে আমরা ইনভেস্ট করার জন্য অনুরোধ করছি যেন কেউ প্রতারিত না হয়।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে বলা হয় ই-কমার্সের অনুমোদন যারা দিচ্ছে তাদের কোনো দুর্বলতা আছে কি-না, উত্তরে তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে এটা জিজ্ঞেস করতে পারেন। আমার কথা হলো- যদি কেউ প্রতারণা করেন আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করবো। যারা প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকার হওয়ার আগেই বারবার চিন্তা করে ইনভেস্ট করবেন, এটা হলো আমাদের রিকোয়েস্ট।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন