জিবি নিউজ 24 ডেস্ক //
বেশ কিছুদিন ধরেই পর্নকাণ্ডে হাজতবাসে রয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। রাজ গ্রেপ্তারের পর কিছু দিন আড়ালে ছিলেন শিল্পা। অবশ্য এর কিছু দিন পর থেকেই ড্যান্স রিয়েলেটি শো-এর বিচারকের আসনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। কাজে ফিরে রাজের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এ অভিনেত্রী।
শনিবার (১৮ সেপ্টেম্বর) পোস্টে কার্ল ব্রেডের একটি বইয়ের প্রচ্ছদের ছবি শেয়ার করেছেন এ শিল্পা। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’।
এতে লেখা, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি, কিন্তু অতীতে ফিরে গিয়ে সে সব বদলাতে পারব না। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সঙ্গে ভালোভাবে থাকতে পারি।’
একইসঙ্গে এ অভিনেত্রী লেখেন, ‘নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে তৈরি করতে পারি।’
ছবির সঙ্গে লাল হৃদয়ের চিহ্ন জুড়ে দেন তিনি। অভিনেত্রীর এমন পোস্ট দেখেই অনেকের ধারণা, হয়তো রাজের সংসার ছেড়ে নতুনভাবে নিজেকে গুছিয়ে নিতে যাচ্ছেন শিল্পা। যার ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে।
কয়েকদিন আগে এ অভিনেত্রীর স্বামী রাজের নামে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তার একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন