জিবি নিউজ 24 ডেস্ক //
ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। আজকাল নিয়মিত নন অভিনয়ে। এবার অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে। কুমারিকা ব্র্যান্ডের নতুন প্রোডাক্ট ‘ইভা হেয়ার অয়েল’র বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রান আউট ফিল্মসের শামীম।
গত ১০ ও ১১ সেপ্টেম্বর রাজধানী ঢাকায় এর শুটিং সম্পন্ন হয়।
পূর্ণিমা এ বিজ্ঞাপন নিয়ে বলেন, অনেক দিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজের কথা হচ্ছিল। অবশেষে কাজটি শেষ করে ভালো লাগছে। টিমের মধ্যে যে আন্তরিকতাটা পেয়েছি এক কথায় দারুণ। শুটিং আগেই শেষ হয়েছিলো। আজ ভয়েস ওভার দিতে যাচ্ছি। আশা করছি একটি ভালো টিভিসি হবে এটি।
নায়িকা আরো সংবাদ দিলেন, শিগগির কিছু নতুন কাজের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তিনি। সেগুলোতে থাকবে চমকও।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন