জিবি নিউজ 24 ডেস্ক //
পিএসজির হয়ে এখনো পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। একটি গোলও তার নামের পাশে নেই। সর্বশেষ রোববার রাতে নিজেদের মাঠ পার্ক ডি প্রিন্সেসে অলিম্পিক লিওঁর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। নেইমার এবং কিলিয়ান এমবাপেও ছিলেন তার সঙ্গে। কিন্তু এই ম্যাচেও নিজের জাত চেনাতে পারেননি এ আর্জেন্টাইন তারকা।
এরই মধ্যে ম্যাচের ৭৫তম মিনিটে কোচ মওরিসিও পোচেত্তিনো মাঠ থেকে তুলে নেন মেসিকে। কোচের এই সিদ্ধান্ত মোটেও পছন্দ হয়নি মেসির। ধারণা করা হচ্ছে এসব ইস্যুতে কোচের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না মেসির। মূলতঃ লিওঁর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মেসিকে তুলে আশরাফ হাকিমিকে মাঠে নামিয়েছিলেন পোচেত্তিনো। এ ঘটনা নিয়েই যাবতীয় বিতর্কের সূত্রপাত।
রোববারের ম্যাচে অবশ্য গোল পেতে পারতেন মেসি। তার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে। এরপর পোচেত্তিনো দ্বিতীয়ার্ধে মেসিকে তুলে রাইট ব্যাক হাকিমিকে নামান। যা নিয়ে কিছুটা হলেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মেসিকে। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। রিজার্ভ বেঞ্চে যথেষ্ট বিরক্তি নিয়ে বসেছিলেন মেসি।
ম্যাচ শেষে অবশ্য বিতর্কে আপাতত পানি ঢেলেছেন পিএসজি কোচ। মেসিকে তুলে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ওটা ছিলো আমাদের সঠিক সিদ্ধান্ত। আমরা মূলতঃ তার সম্ভব্য ইনজুরির শঙ্কা দেখেই তুলে নিয়েছিলাম। আমাদের সামনে এখনো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। যেখানে মেসির মতো গ্রেট খেলোয়াড়কে প্রয়োজন আমাদের।
পোচেত্তিনো বলেন, এই সিদ্ধান্ত নেয়া হয়েছে দলের স্বার্থে। সবাই জানে আমাদের দলে বেশ কয়েকজন গ্রেট খেলোয়াড় রয়েছে। এ কারণে এই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন ছিলো।
মেসিকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিলো। এ নিয়ে পোচেত্তিনো বলেন, কখনো কখনো মানুষ এসব বিষয়কে দেখে খুব বড়ভাবে, কখনো কখনো দেখে খুব ছোটভাবে। তবে মেসিকে তুলে নেয়ার পর সে কোনোরকম বিরক্তি প্রকাশ করেনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন