জিবি নিউজ 24 ডেস্ক //
বেশ সুখী দম্পতি হিসেবেই দেখা হতো এটি এন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ইভা রহমানকে। তবে সেই সংসার ভেঙে গেছে। নতুন করে সংসারও শুরু করেছেন ইভা। সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ে করেছেন।
জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ইভার স্বামীর নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় ব্যবসায়ী।
ইভা বলেন, একদম ঘরোয়া পরিবেশে কাছের কিছু আত্মীয়স্বজন বিয়েতে উপস্থিত ছিলেন। অতীত ভুলে নতুন করে জীবনটা শুরু করলাম। দোয়া চাই, যে বিশ্বাস ও ভালোবাসা নিয়ে নতুন দাম্পত্য জীবন শুরু করেছি সারাজীবন যেন সুখে থাকি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন