বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতা শহর

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে কলকাতাসহ দেশটির দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা।

রোববার (১৯ সেপ্টেম্বর) রাত থেকে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয় ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টিপাত। বৃষ্টিতে কলকাতার অধিকাংশ রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়। সোমবার (২০ সেপ্টেম্বর) সকালেও বৃষ্টি হচ্ছে।

 

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সারা দিন চলবে এই বৃষ্টি। তার মধ্যে সোমবার পূর্ণিমা। পূর্ণিমা তিথিতে জোয়ারের পানি অন্য দিনের জোয়ারের তুলনায় বেশি হয়। একে ভরা কোটাল বলে। ভরা কোটালে কলকাতাবাসীর দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেশি।

ভরা কোটালের জন্য সোমবার সকাল সাড়ে ১০টার পর থেকেই সব লকগেট বন্ধ থাকবে বলে আনন্দবাজারের খবরে বলা হয়েছে। ফলে শহরে জমে থাকা পানি বের করা যাবে না। বিকেলের পরে গঙ্গায় পানি কমলে ফের খোলা হবে লকগেট। এই সময়ের মধ্যে ভারী বৃষ্টি হলে কলকাতায় পানি আরও বেশি জমবে বলেই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন