জম্মু-কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ২

জিবি নিউজ 24 ডেস্ক //

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। মঙ্গলবার র উদমপুর জেলার পাটনিটপ এলাকার কাছের একটি পাহাড়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আর্মি এভিয়েশনের ওই হেলিকপ্টারের পাইলটরা দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

 

দুর্ঘটনার পর আহত অবস্থায় মেজর রোহিত কুমার এবং মেজর অনুজ রাজপুতকে হেলিকপ্টার থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দু'জনেই প্রাণ হারিয়েছেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে পাহাড়ের পাশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং স্থানীয় লোকজন ওই পাইলটদের উদ্ধারের চেষ্টা করছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় মঙ্গলবার সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই খবর তাকে ব্যথিত করেছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন