জিবি নিউজ 24 ডেস্ক //
বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা দরকার বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে ডিজিটাল কমার্স (ই-কমার্স) ব্যবসায় সাম্প্রতিক সমস্যা নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নিজের এ অভিমত ব্যক্ত করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা যেটা রাসেল সম্পর্কে বলেছি, তাদের সঙ্গে কথা বলা দরকার, তারা একটা প্রোগ্রাম... তাদের আদৌ সম্পদ আছে কি-না, সেখানে কংক্রিট কিছু দিলে, কোন বিজনেস প্ল্যান দিলে, আমরা সেটা দেখতে পারি, লজিক্যাল কিনা, আসলেই কিছু আছে কি-না।’
‘অহেতুক তার কিছুই নেই, আমরা জেল থেকে বের করে দিলে সে ঘুরে বেড়াবে, এটাতো আরও ইনকারেজ হবে।’
মন্ত্রী বলেন, ‘ধরা যাক তার ১০০ কোটি টাকা আছে, সে ১০০ কোটি টাকা কীভাবে প্ল্যান করতে চায়, কীভাবে পেমেন্ট ব্যাক করবে বা এসব দেখে তাদের সঙ্গে কথা বলে নিতে পারি।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন