গত বৃহস্পতিবার বিকাল ৬.০০ঘটিকায় নর্থ লন্ডনের একটি কমিউনিটি হলে হ্যাকনী বাংলা হাউজিং এসোসিয়েশনের ৩০ বছর পূর্তি ও বাংলাদেশের ৫০ বছর পূর্তি অনুস্টিত হয়। অনুস্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্যাকনী বারা কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর হুমাইরা গারাসিয়া এবং বিশেষ অতিথি ছিলেন হ্যাকনী কাউন্সিলের নির্বাহী মেয়র ফিলিপ গ্লানভিলি। এসোসিয়েশনের সভাপতি নাজিম রহমানের পরিচালনায় উক্ত অনুস্টানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা হাউজিং এসোসিয়েশনের চীফ এক্সিকিউটিভ অফিসার বশীর উদ্দীন। বিগত ৩০ বছরে বাংলা হাউজিং এসোসিয়েশনের উল্লেখযোগ্য সাফল্যকে স্বাগতম জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক মেয়র মোহাম্মাদ সেলিম সিদ্দিকি, কাউন্সিলর আবদাল উল্লাহ, সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ,
ডক্টর রোয়াব উদ্দিন প্রমুখ। হ্যাকনী মেয়র এর পক্ষ থেকে বাংলা হাউজিংকে সিভিক সম্মাননা জানানো হয়।
বাংলা হাউজিং স্হানীয় অধিবাসী ও ভাড়াটে সেবা ছাড়াও কমিউনিটর নানা সেবা দিয়ে থাকে। এনএইচএস অনুদানে “বাংলা কভিড-১৯ এডভাইস প্রজেক্ট” প্রকল্পের মাধ্যমে জন সাধারণের সচেতনতা বৃদ্ধি করা, স্বাস্থ্য বিধি মেনে চলা, টিকা গ্রহনে উৎসাহ ও অনুপ্রেরণাসহ করোনা সংক্রমন কমানো এবং মানুষের মৃত্যুর হার হ্রাস করতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখার বক্তারা বাংলা হাউজিং প্রসংশা করেন। উক্ত অনুস্টানে এই প্রকল্পের কাজে সহযোগিতা ও সক্রিয় অংশ গ্রহন করার জন্য কয়েকজন কমিউনিটি নাগরিককে “কমিউনিটি চ্যাাম্পিয়ান” এওয়ার্ড প্রদান করা হয়।
অনুস্টানের দ্বিতীয় পর্বে বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধের উপর একটি স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং এই অর্ধশত বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নে সন্তুস্টি প্রকাশ করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন