রোমানা আক্তার :
মৌলভীবাজারে আবারো নিয়ে এলো সুরের ঝংকার এক ঝাঁক তরুণের দল, যে সঙ্গীতগুলো আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে সেই সঙ্গীত গুলোকে ভিন্ন রূপে, ভিন্ন আঙিনায় সাজিয়ে নিয়ে এলো আমাদের মাঝে স্বপ্ন ব্যান্ড, স্বপ্ন ব্যান্ড প্রথম শুরু ২০১০ সালে। কয়েকজন বন্ধুর আড্ডা থেকেই স্বপ্ন ব্যান্ডের শুরু।
২০১৪ সালের দীর্ঘ বিরতির পর এবছর ২০২০ এ আবারো নতুন আঙ্গিকে পুনরায় পথ চলা শুরু। শাহ্ আব্দুল করিম, হাসান রাজা, রাধা রমন, দুর্বিন শাহ্। সিলেটের সকল গুণী শিল্পীদের গান নিয়ে স্বপ্নের মতো চলে এলো স্বপ্ন ব্যান্ড আমাদের মাঝে এ যেন নতুন করে পাইয়ে দেয়া এক সুরের মোহনা। সেই স্বপ্ন ব্যান্ডের একঝাঁক তরুণ এর নাম। রাহুল, শাওন, ইপু, আলামিন, রনি, দিগন্ত, স্বপন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন