টাওয়ার হ্যামলেটসে ‘লিভেবল স্ট্রীট স্কিম’ স্থগিত কারন ব্যাখ্যা করলেন মেয়র

জিবি নিউজ 24 ডেস্ক //

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস লিভএ্যাবল স্ট্রীট স্কিম পুন বিবেচনার কারন ব্যাখ্যা করেছেন।

স্কিমটি পুন বিবেচনার জন্য স্থগিত করার পর ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার টাউন হলে এক সংবাদ সম্মেলনে মেয়র প্রথম এনিয়ে মিডিয়ার মুখোমুখি হন।

মেয়র বলেন, পরিচ্ছন, শান্ত এবং নিরাপদ সড়ক সৃষ্টির লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে লিভএ্যাবল স্ট্রীটম্ব স্কিমটি চালু করা হয়েছিল। কিন্তু বাস্তব কিছু কারনে স্কিমটিকে পুনবিবেচনা করতে হচ্চেছ। বিশেষ করে বাসিন্দারা এই স্কিম নিয়ে উদ্বেগ প্রকাশ করায় একে পুনবিবেচনা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুধু টাওয়ার হ্যামলেটসেই নয় রাজধানী লন্ডনের আরো কয়েকটি বারায়ও এই স্কিমটি পুনবিবেচনা করা হচ্চেছ।

মেয়র জানান, এর আগে এনিয়ে কনসালটেশনে টাওয়ার হ্যামলেটসের ৫০ হাজারেরও বেশী বাসিন্দার সাথে যোগাযোগ করা হয়েছিল এবং ৯ হাজারেরও বেশী বাসিন্দা এসম্পর্কে মতামত দিয়েছিলেন। এটি চালুর পর কোন কোন বাসিন্দা জানিয়েছেন যে, মানুষ ঠিকই গাড়ী নিয়ে বেরুচ্চেছ এবং বন্ধ রাস্তার আশেপাশের ভীড় বেড়ে গেছে। এককথায় স্কিমের কারনে বর্তমানে গাড়ী ব্যবহারকারী বাসিন্দাদের জীবনে কী প্রভাব পড়েছে তা বুঝার চেষ্টা করছে কাউন্সিল। তাদের সুবিধার জন্য কী পরিবর্তন আনা দরকার তা যাচাই বাছাই চলছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন