তৃতীয় স্বামীকে খারাপ লাগে শ্রাবন্তীর!

জিবি নিউজ 24 ডেস্ক //

রোশান সিংকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ের পর সুখের সংসার ছিলো তাদের। একসঙ্গে বাংলাদেশেও এসেছেন তারা। কিন্তু হঠাৎ কী কারণে রোশানের সঙ্গে থাকতেই চাইছেন না শ্রাবন্তী?

নির্দিষ্ট কোনো কারণ জানা না গেলেও রোশান সিং এক সাক্ষাৎকারে বলেছেন, যখন শ্রাবন্তীর সঙ্গে প্রেম করতাম, তখন শরীরের প্রচুর যত্ন নিতাম। সংসার শুরু করার পর আমি মোটা হয়ে গেছি। আমি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলাম। যে রোশনকে শ্রাবন্তী পছন্দ করেছিলো, সেই রোশন আর আমি ছিলাম না। এটার জন্য ওর খারাপ লাগছিলো হয়তো।

 

গত বছরের লকডাউনের সময়ও সংসার করেছিলেন রোশান-শ্রাবন্তী। কিন্তু হঠাৎ শ্রাবন্তীর মধ্যে পরিবর্তন দেখতে পান রোশান। তিনি বলেন, আমি বুঝতে পারছিলাম, ও সময় চাইছে। আলাদা থাকতে চাইছে। আমি ভেবেছিলাম, কিছুদিন আলাদা থাকি আমরা। কিন্তু সেই সময়ে অন্য কেউ চলে আসবে, ভাবতে পারিনি।

জানা যায়, শ্রাবন্তী বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে প্রেম করছেন। প্রায়ই একান্তে সময় কাটান তারা। কিছুদিন আগে অভিরূপের জন্মদিনে নিজের বাসায় ডেকে কেকও কাটেন শ্রাবন্তী। এমনকি একটি হীরের আংটিও উপহার দেন তাকে।

২০০৩ সালে শ্রাবন্তী প্রথম বিয়ে করেছিলেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০১৬ সাল পর্যন্ত তারা সংসার করেন। এরপর বিবাহবিচ্ছেদ করে একই বছর মডেল কৃষাণ বিরাজকে বিয়ে করেন এ অভিনেত্রী। এক বছর না যেতেই এই সংসারটি ভেঙে যায়। এরপর ২০১৯ সালে রোশান সিংকে বিয়ে করেন শ্রাবন্তী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন