যুক্তরাজ্যে যেতে পারবে ১০,৫০০ শ্রমিক

জিবি নিউজ 24 ডেস্ক //

ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি থেকে ইউ-টার্ন নিয়ে ব্রিটিশ সরকার ঘোষণা দিয়েছে, লরি চালক ও পোল্ট্রিকর্মীর ঘাটতি কমাতে ১০ হাজার ৫০০ অস্থায়ী কর্মীকে ভিসা দেওয়া হবে। শনিবার দেশটি এই ঘোষণা দেয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

স্বল্প মেয়াদি এই ভিসা কার্যক্রম অক্টোবর থেকে ডিসেম্বরের শেষ নাগাদ চালু থাকবে। এই উদ্যোগ প্রধানমন্ত্রী বরিস জনসনের সিদ্ধান্তের বিপরীত। তার সরকার ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতি কঠোর করেছিল। তিনি বিদেশী শ্রমিকের ওপর নির্ভরতার অবসান ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।

 

গত কিছুদিন ধরে ব্রিটেনে চালক ও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খাতে শ্রমিকের বিশাল ঘাটতি দেখা দিয়েছে। এতে জ্বালানি সরবরাহ এবং অন্যান্য শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ঘাটতি মেটাতেই এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

ট্যাংকার চালকের ঘাটতির কারণে সম্প্রতি যুক্তরাজ্যের পেট্রোল স্টেশনগুলোতে ভিড় সৃষ্টি হয়েছে। সরবরাহের অভাবে গ্যারেজ বন্ধ হয়ে যাওয়ার পরে আতঙ্কিত না হওয়ার জন্য সরকারের আহ্বান উপেক্ষা করে মানুষ স্টেশনে ভিড় করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন