জিবি নিউজ 24 ডেস্ক //
আফগানিস্তানের একটি শহরের চত্বরে তালেবান শনিবার ক্রেনে একটি লাশ ঝুলিয়ে রেখেছিল। এ ঘটনা অতীতে তাদের নৃশংস কর্মকাণ্ডে ফিরে যাওয়ার সংকেত দেয়।
তালেবান কর্মকর্তারা প্রাথমিকভাবে চারটি লাশ পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের কেন্দ্রীয় চত্বরে নিয়ে আসেন। স্কয়ারের প্রান্তে একটি ফার্মেসির মালিক ওয়াজির আহমদ সেদ্দিকি জানান,এর মধ্যে তিনটি লাশ জনসাধারণকে দেখানোর জন্য শহরের বিভিন্ন স্থানে পাঠানো হয়।
সেদ্দিকি জানান, তালেবান কর্মকর্তারা ঘোষণা করেন, এই চারজন শনিবারের দিকে একটি অপহরণে অংশ নিতে গিয়ে ধরা পড়ে এবং পুলিশের হাতে নিহত হয়।
হেরাতের তালেবান-নিযুক্ত জেলা পুলিশ প্রধান জিয়াউল হক জালালি বলেন, এই চারজন অপহরণকারীর সঙ্গে তালেবান সদস্যদের গুলি বিনিময়ের পর এক বাবা ও তাঁর ছেলেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, অপহরণকারীদের হামলায় একজন তালেবান যোদ্ধা ও একজন বেসামরিক লোক আহত হয়েছে এবং অপহরণকারীরা ক্রসফায়ারে নিহত হয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের একটি ভিডিওতে দেখা গেছে, ক্রেনের চারপাশে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে।
নামে প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কমান্ডার স্কয়ারে সাক্ষাৎকারে এপিকে বলেন ‘এই কর্মের উদ্দেশ্য হল সকল অপরাধীদের সতর্ক করা যে তারাও রেহাই পাবে না।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন