জিবি নিউজ 24 ডেস্ক //
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) আগামী ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় বুড়িগঙ্গায় নৌকা বাইচের আয়োজন করেছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বরিশুর লঞ্চঘাটে নৌকা বাইচের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, সংসদ সদস্য এ্যাডভোকেট মো. কামরুল ইসলাম এবং হাজী মো. সেলিম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন