শাহরিয়ার খান সাকিব, মৌলভীবাজার ||
“মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক রেজাউল করিম এর সভাপতিত্বে ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুনাঈদ আহমদ মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. মুসফিকুর রহমান।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মো. আসাদুল্লাহ, মো. কাউছার মিয়া তালুকদার।
স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ শাহ মোস্তফা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারুফ খান পাবেল।
এসময় বক্তারা মাদকের কুফল সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে কলজের সহকারী অধ্যাপক রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সর্বনাশা নেশার চোরাস্রোতে তলিয়ে যেতে বসেছে আমাদের তরুণ সমাজ। মাদকাসক্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। চিন্তিত হয়ে পড়েছেন অভিভাবকরা, কিন্তু সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন না। মাদক পাচার এবং মাদকাসক্তির হার কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন সরকার। তবে এ পাপের আগ্রাসন ঠেকানোর জন্য আজ জরুরি হয়ে পড়েছে সবার সম্মিলিত উদ্যোগ, মাদকের বিরূপ প্রভাব সম্পর্কে সবার মধ্যে সচেতনতা তৈরি।
এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইমরান আহমদ, নাহিদ আহমদ, সোহান আহমদ প্রমুখ। আরো উপস্থিত ছিলেন একাদশ ও দ্বাদশ শ্রেণির সকল শিক্ষর্থী ও শিক্ষকবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন