মৌলভীবাজার কমলগঞ্জে শ্বশুর বাড়ি এসে লাশ হলেন জামাই

মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পতনঊষারে বিচ্ছেদের প্রায় ২৫ বছর পর (প্রথম স্ত্রী ছমসুন বেগমের) শ্বশুর বাড়ি এসে লাশ হলেন ফরজান খান (৬০) নামের এক বৃদ্ধ। বাড়ির পাশের সবজির ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২ছেলেকে জিঞ্জাসাবাদের জন্য কমলগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে।

২৭ সেপ্টেম্বর সকালে মৃতদেহ  উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের বিজলি গ্রামের মৃত রশিদ খান এর ছেলে ফরজান খাঁন (৬০) সাথে প্রায় ৩০ বছর পূর্বে পতনউষারের টিলাগড় গ্রামের ছমসুন বেগমের সাথে বিবাহ হয়। স্বামী ফরজান খঁান চুরি ,ডাকাতির সাথে জড়িত থাকার কারনে এ নিয়ে সংসার জীবনের কলহের সৃষ্টি হয়। এর জেরে বিয়ের ৫ বছর এর মাথায় সংসার জীবনের বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে ৩ সন্তানকে নিয়ে বাবার বাড়ী পতনউষারে টিলাগড় গ্রামে চলে আসে। এদিকে, সংসার বিচ্ছেদের পর ফরজান দ্বিতীয় বিয়ে করেন কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে। প্রায় সময় সন্তানদের দেখতে প্রথম স্ত্রীর বাড়িতে আসতেন ফরজান। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোববার দিবাগত রাতের কোন এক সময় তিনি শ্বশুর বাড়ি আসার পর তাকে মেরে বাড়ির পিচনের ফসলি ক্ষেতের জমিতে তার লাশ ফেলে দেয়া হয়।

সময় মৃত ব্যক্তির গঁায়ে সাদা গেঙ্গি ও আকাশি রঙের পুল শার্ট ও লুঙ্গি পড়া ছিল। লাশের শরীরের কোথায় আঘাতের আলামত পাওয়া না গেলে ও মাথায় এবং গেঞ্জিতে রক্তের দাগ পাওয়া যায়। যার কারনে বৃদ্ধের মূত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌফিক আহমেদ বাবু জানান, সকালের সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় সবজি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশাররফ হোসেন জানান, সকালে ৬০ বছর বয়সী বৃদ্ধের লাশ সবজির ক্ষেতে পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পাশ থেকে ধান কাটার কঁাচি, কাপড়ের বেগ, মোবাইল ফোন, নগদ ২০ টাকা ও বিড়ি পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমলগঞ্জ থানার ওসি ইয়াদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ,ঘটনার জন্য ফরজান খঁানের ছেলে সোহেল (২৫) ও শাহিন (২০) কে জিঞ্জাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন