জাপানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা

জিবি নিউজ 24 ডেস্ক //

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা (৬৪)। দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হবেন তিনি। গত কিছুদিন ধরে কিশিদাকেই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিলো।

বুধবার রান অফে ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ফুমিও কিশিদা। এর বিপরীতে কোনো পান ১৭০ ভোট।

 

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃদুভাষী কিশিদা একসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিশিদা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক বছর দায়িত্বে থেকেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুগা।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার প্রথম মিশন হবে আসন্ন সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া। জনমতের বিরুদ্ধে গিয়ে টোকিও অলিম্পিকের আয়োজন করায় ক্ষমতাসীন দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অনেক দিন ধরেই প্রধানমন্ত্রী পদের দিকে নজর ছিল কিশিদার। গত বছর দলীয় প্রধান নির্ধারণের নির্বাচনে সুগার কাছে পরাজিত হওয়ায় পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাকে।

নতুন প্রধানমন্ত্রীকে মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে। ৪ অক্টোবর পার্লামেন্টের বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে কিশিদাকে প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত করা হবে। ইতিমধ্যে কিশিদা সাধারণ নির্বাচনে দল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি এবং করোনা মহামারি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন