মৌলভীবাজার প্রতিনিধি ॥
মৌলভীবাজারে শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় জেনারেশন ব্রেকথু পর্যায়-২ প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৩০ সে্েপ্টম্ভর ) সকালে শিক্ষা মন্ত্রনালয়ের আওতায় জেনারেশন ব্রেকথু পর্যায়-২ প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনামূলক কর্মশালা জেলা শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের বাস্তবায়নে কন্সান ওমেন ফর ফ্যামিলি ডেপোলাপমেন্ট এর সহযোগিতায় দিন ব্যাপী কর্মশালা এম,সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নাজিয়া মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. এ,কিউ এম শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সিলেট অ লের পরিচালক প্রফেসর মো: আব্দুল মন্নান খান। কর্মশালায় অংশ গ্রহনকারী জেনারেশন ব্রেকথু পর্যায়-২ প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন। কর্মশালায় জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক কর্মকর্তাগন,জেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,এস,এম,সি সদস্য অভিবাবকগন ও সাংবাদিকৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন