জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি তার শারীরিক জটিলতা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।
বর্তমানে ‘এফ থ্রি’ সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত তামান্না। এর ধারাবাহিকতায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার খাদ্যাভাস অনেক ভালো। কিন্তু অতিরিক্ত শারীরিক কসরত ও মানসিক চাপের কারণে আমার শারীরিক জটিলতা দেখা দিয়েছে। আমি এখন এই জটিলতা থেকে বের হতে পারছি না।’
তামান্না জানান, শারীরিক জটিলতা দূর করতে এখন তিনি প্রাকৃতিক উপায়ে চাষ করা খাবার খাওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি নিয়মিত শারীরিক কসরতও চালিয়ে যাচ্ছেন।
গত বছর করোনাভাইরাসে আক্রান্ত হন তামান্না। তার পরিবারের অন্য সদস্যরাও আক্রান্ত হয়েছিলেন। যদিও পরবর্তী সময়ে সবাই সুস্থ হয়েছেন।
বর্তমানে তামান্নার ঝুলিয়ে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘এফ থ্রি’ ছাড়াও ‘ঘানি’, ‘মায়েস্ট্রো’, ‘সেটিমার’, ‘গুরথুন্দা সীতাকালাম’, ‘বোল চুরিয়া’, ‘দ্যাট ইজ মহালক্ষ্মী’ সিনেমায় দেখা যাবে তাকে। বলিউড অভিনেতা রিতেশ দেশমুখের সঙ্গে ‘প্ল্যান এ প্ল্যান বি’ সিনেমাতে অভিনয় করছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন