নিজস্ব প্রতিনিধি ||
১৩ ই সেপ্টেম্বর (রবিবার) সকালে মৌলভীবাজারে নব নিযুক্ত জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমিকে মৌলভীবাজার জেলা মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান ও মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান ও উন্নয়ন মূলক কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা চান। এ সময় মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক শ ই সরকার জবলু, সাংগঠনিক সম্পাদক রুমান আহমদ, শাহনেওয়াজ চৌধুরী সুমন, এমরান খান, শাওন আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখার উপ-সচিব একেএম মিজানুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তফাদার রিজওয়ান ইয়াসমিন সুমিকে মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন