জিবি নিউজ 24 ডেস্ক //
সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। শুক্রবার (১ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মণ।
এটিকে হাস্যকর পেনাল্টি বলেছেন ভারতের কোচ। পাশাপাশি জানিয়েছেন নেপাল-মালদ্বীপ ম্যাচে ভালো খেলেছে মালদ্বীপ কিন্তু জয় পেয়েছে নেপাল। তাই বাংলাদেশের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জনের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবেন ভারতের কোচ।
ম্যাচের আগেরদিন স্টিমাচ বলেন, আমরা এমন স্টাইলে খেলবো, যা আমাদের ফল এনে দেয়। নেপাল একটি কাউন্টার অ্যাটাক করেছে, তাতেই জয় পেয়ে গেছে। যদিও মালদ্বীপ ছিলো ভালো দল। অন্যদিকে হাস্যকর পেনাল্টিতে জিতেছে বাংলাদেশ।
তিনি যোগ করেন, আমরা জানি না, প্রতিটি ম্যাচে কী হবে। আমাদের সামনে যা-ই আসবে, তার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করবো। আমরা ভালো করছি। এমন কন্ডিশনে টুর্নামেন্টে অংশ নিতে পেরে আমরা খুশি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন