শুটিং করতে মহাকাশে গেলেন রাশিয়ান অভিনেত্রী

জিবি নিউজ 24 ডেস্ক //

সিনেমার শুটিং করার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) একটি বিশেষ দল পাঠিয়েছে রাশিয়া। ক্লিম শিপেনকো পরিচালিত দেশটির জনপ্রিয় অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্ড (৩৭) এই ছবিতে অভিনয় করবেন। খবর বিবিসি।

কাজাখস্তানের বাইকনুর থেকে মঙ্গলবার (৫ অক্টোবর) মস্কোর সময় ১১টা ৫৫ মিনিটে মহাকাশযান সয়ুজ এমএস-১৯ উড্ডয়ন করে। মহাকাশচারী অ্যান্টন শাপলেভের নেতৃত্বে যানটি ছেড়ে যায়। উড্ডয়নের কিছুক্ষণ পরই কমান্ডার জানান, তিনিসহ সবাই সুস্থ বোধ করছেন।

 

উড্ডয়নের তিন ঘণ্টার কিছু সময় পর মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। সোয়ুজ’র স্বয়ংক্রিয় পদ্ধতিটি ব্যর্থ হওয়ার কারণে মহাকাশ স্টেশনে অবতরণ করতে কিছুটা সময় নেয়। পরে ম্যানুয়াল পদ্ধতিতে অবতরণ করান যানটির কমান্ডার।

সয়ুজ এমএস-১৯ যখন মহাকাশ স্টেশনের উদ্দেশে উড্ডয়ন করে, তখন শোবিজ গ্ল্যামারের ছোঁয়া বেশি ছিল। এ সময় টিভি ক্যামেরাগুলোর লক্ষ্য ছিল ইউলিয়া পেরেসিল্ড ও তার ১২ বছরের মেয়ে আনা। সে নিরাপদ দূরত্ব থেকে মায়ের এই যাত্রা দেখছিলেন।

সিনেমাটির শুটিং করার জন্য পরিচালক ও অভিনেতারা ১২ দিন ওই মহাকাশ স্টেশনে থাকবেন। যানটির কমান্ডার অ্যান্টন শাপলেভের তাদের সঙ্গে থাকবেন। ইউলিয়া পেরেসিল্ড ওই সিনেমায় একজন কার্ডিয়াক সার্জনের চরিত্রে অভিনয় করবেন। তাকে একজন মহাকাশচারীকে বাঁচাতে ওই মাহাকাশ স্টেশনে পাঠানো হয়। এছাড়াও রাশিয়ার আরও দুই মহাকাশচারী ওলেগ নোভিটস্কি এবং পিয়োটর ডুব্রোভ আগে থেকেই সেখানে অবস্থান করছেন। তারাও সিনেমায় অভিনয় করবেন বলে জানা গেছে।

মহাকাশযানটির রাশিয়ানে বিভাগের লোকজনও এই সিনেমায় অংশ নেবে। তবে এই শুটিংকে কেন্দ্র করে রাশিয়ার মহাকাশ ইন্ডাস্ট্রিতে বিতর্ক দেখা দিয়েছে।

এদিকে মার্কিন অভিনেতা টম ক্রুজ এবং নাসাও সেখানে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন। তার আগেই সেখানে সিনেমার শুটিংয়ের জন্য পৌঁছে গেল রাশিয়ার অভিনেতা ও পরিচালক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন