জিবি নিউজ 24 ডেস্ক //
‘দেশ-বিদেশে সর্বত্রই আমাদের দেশের পুলিশের প্রশংসা শুনতে পাই। বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠাবান ও কর্তব্যপরায়ণ হয়ে দেশের মানুষের জন্য কাজ করছে। শুধু জঙ্গিবাদ নয়, যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পুলিশ। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে পুলিশ বাহিনী আরো দক্ষ ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠবে।’
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
আগামী এক বছরের জন্য বিপিএসএ’র এই কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে মিরপুর পুলিশ কনভেনশন হলে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়।
করোনাকালীন পুলিশের কাজের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় পুলিশ ফ্রন্ট ফাইটার হিসেবে কাজ করছে। সন্তান যখন তার মায়ের দাফন না করে পালিয়েছে বাংলাদেশ পুলিশ সেই সময় দাফন সম্পন্ন করেছে। ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। ব্যবস্থা করেছে চিকিৎসার। বিগত সময়ের পুলিশ আর এখনকার পুলিশ এক নয়।
তিনি বলেন, মহামারির সময় শত শত পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরও জনগনকে সেবা দিতে পিছিয়ে নেই তারা। দেশের মানুষ এখন পুলিশকে সম্মান করে। আমাদের যেতে হবে বহুদূরে। এ জন্য বাংলাদেশ পুলিশকে সর্বদা প্রস্তুত থাকতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন