জিবি নিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের বড়লেখায় অভিযান চালিয়ে র্যাব ৫৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঠালতলী বাজারে এ অভিযান হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বড়লেখা সদর ইউনিয়নের গঙ্গারজল গ্রামের মো. শফিক উদ্দিনের ছেলে মো. জহির আহমেদ (২৩) ও একই গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে মো. ছইফ উদ্দিন (২৭)।
এ ঘটনায় র্যাব-৯ এর উপ পরিদর্শক (এসআই) মো. রাছেল মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ বুধবার (৬ অক্টোবর) বলেন, ‘সকালে তাদের দুজনকে বড়লেখা আদালতে পাঠানো হয়েছে।’
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন