নেইমারহীন ব্রাজিলের ঝলক দেখলো ভেনেজুয়েলা

জিবি নিউজ 24 ডেস্ক //

বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে ব্রাজিল। পিছিয়ে পড়েও ভেনেজুয়েলাকে ৩-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে (কনমেবোল) শীর্ষস্থান ধরে রাখল ব্রাজিল।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে সেরা তারকা নেইমারকে ছাড়াই নামে ব্রাজিল। কার্ডের কারণে সাসপেনশনের শাস্তি পাওয়ায় খেলতে পারেননি এই পিএসজি ফরোয়ার্ড।

 

নিজ মাঠে ব্রাজিলকে চমকে দেয় ভেনিজুয়েলা। ১১ মিনিটে লিড নেয় ফেভারিটদের বিপক্ষে।

জেফারসন সতেলদোর পাস থেকে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান এরিক রামিরেস। দলকে এগিয়ে নিতে ভুল করেননি দক্ষিণ আমেরিকান ফুটবলের এই উঠতি তারকা।

শুরুতে গোল হজম করে কিছুটা হতচকিত হয়ে পড়ে ব্রাজিল। প্রায় এক ঘণ্টা ম্যাচে পিছিয়ে ছিল তারা।

৭১ মিনিটে মার্কিনিয়োসের গোলে স্বস্তি ফেরে সেলেকাও শিবিরে। এরপর নিজেদের খুঁজে পায় ব্রাজিল।

শেষ ১০ মিনিটে আরও দুইবার স্কোর করে সফরকারী দল। ৮৫ মিনিটে গাব্রিয়েল বারবোসার পেনাল্টি থেকে লিড নেয় তারা।

আর ইনজুরি টাইমে আন্টনির গোলে নিশ্চিত হয় তাদের বড় জয়। এতে করে বাছাইপর্বের নয় ম্যাচের নয়টিতেই জিতল ব্রাজিল। সোমবার কলম্বিয়ার মাঠে নামছে তারা।

১৫ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলবে কোপা আমেরিকার বর্তমান রানার আপরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন