জিবি নিউজ 24 ডেস্ক //
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আল মাকতুম ইসরায়েলের এসএসও গ্রুপের বিতর্কিত স্পাইওয়্যার ব্যবহার করে সাবেক স্ত্রী প্রিন্সেস হায়া’র ফোন হ্যাক করেছিলেন। বুধবার যুক্তরাজ্যের হাই কোর্টের এক সিনিয়র বিচারকের রায়ে এমন তথ্য উঠে এসেছে।
২০০৪ সালে ধনকুবের শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুমকে বিয়ে করে তার ষষ্ঠ এবং কনিষ্ঠতম স্ত্রী হন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈমাত্রেয় বোন হায়া বিনতে আল হুসেন। ২০১৯ সালের শুরুতে জার্মানি পালিয়ে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন তিনি। পরে লন্ডনের একটি বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন এবং দুবাই শাসকের বিরুদ্ধে আদালতে যান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র খবরে বলা হয়েছে, প্রিন্সেস হায়ার সলিসিটর ব্যারোনেস ফিওনা শ্যাক্লেটন কিউসি ও নিক ম্যানারের ফোনও টার্গেট করা হয়েছিল। বিবাহ বিচ্ছেদের কাস্টডি মামলার সময় তাদের টার্গেট করা হয়। এছাড়া আরও তিনজনের ফোনও হ্যাক করা হয়।
প্রিন্সেস হায়া জানিয়েছেন, ফোন হ্যাক করার বিষয়টি জানার তার নিজেকে ‘শিকার ও ভুতুড়ে’ লাগছে।
শেখ মোহাম্মদ হ্যাকিংয়ের কোনও কিছু জানার কথা অস্বীকার করেছেন।
জুলাই মাসে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে প্রথমবারের মতো উঠে আসে যে, হায়া ও তার সহযোগীদের এনএসও গ্রুপের স্পাইওয়্যার দিয়ে টার্গেট করা হয়েছে।
বুধবার প্রকাশিত রায়ে বিচারক এই হ্যাকিংয়ের ঘটনাকে যুক্তরাজ্যের পারিবারিক অপরাধ আইনের গুরুতর লঙ্ঘন এবং মৌলিক সাধারণ আইন, আদালতের বিচার প্রক্রিয়ায় ও মায়ের ন্যায় বিচার প্রাপ্তিতে বাধা এবং একজন সরকার প্রধান দ্বারা ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন