মৌলভীবাজারের রাজনগর ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় নিখোঁজ হওয়ার পর ধানক্ষেত থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের তাহারলামু গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামের কদর উল্লার মেয়ে খয়রুন বেগমকে (৪৬) বৃহস্পিতবার  সকাল ১০টার পর থেকে পাওয়া যায়নি। ৮ ঘন্টা পর সন্ধ্যায় তার স্বজনরা লাশ দেখতে পান পাশের বাড়ির লাল মিয়ার পশ্চিম দিকের চারা ভূমিতে।

মৃতের স্বজনরা দাবি করছেন, এটি হত্যাকাণ্ড, পারিবারিক কলহের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।

 

খবর পেয়ে রাজনগর থানা পুলিশ রাতে নারীর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন,শুক্রবার দুপুর ১২ টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করনি। তদন্ত করে আনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন