ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত অন্তত ৬

জিবি নিউজ 24 ডেস্ক //

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। তবে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।

রোববার (১০ অক্টোবর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে গভর্নরের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

 

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, রোববার এডেনে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালিম আল-সুকাত্রি।

ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরিয়ানি জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় ইয়েমেনে চালানো রোববারের এই হামলায় ছয় জন নিহত হয়েছেন। নিহতরা গভর্নর আহমেদ লামলাসের সফরসঙ্গী ছিলেন। এছাড়া হামলায় কমপক্ষে আরও সাতজন পথচারী আহত হয়েছেন।

এদিকে স্থানীয় সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আলজাজিরা জানিয়েছে, হামলায় নিহতদের মধ্যে গভর্নর আহমেদ লামলাসের প্রেস সেক্রেটারি ও ফটোগ্রাফার রয়েছেন।

এছাড়া গভর্নরের নিরাপত্তা প্রধানসহ সফরসঙ্গীদের মধ্যে চতুর্থ আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন বেসামরিক পথচারীও রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন