শেখ হাসিনার সফল নেতৃত্বেই দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে—এম এ করিম


হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধি:গত ১০ অক্টোবর শনিবার স্থানীয় সময় রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেনটে  যুক্তরাষ্ট্র সিলেট বিভাগ আওয়ামী লীগ পরিবার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান বলেছেন, ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অগ্রযাত্রাকে নস্যাত করা যাবে না, ৭১ আর ৭৫ এর ঘাতকরা ষড়যন্ত্রের ধারা অব্যাহত রেখেছে, এদেরকে প্রতিহত করার লক্ষ্যে  দলীয় নেতা কর্মীদের  ঐক্যবদ্ধভাবে কাজ আহ্বান জানান। খবর বাপসনিউজ।
বিশেষ অতিথির বক্তব্যে যুক্তরাষ্ট্র সফররত আওয়ামী লীগ নেতা এম এ করিম বঙ্গবন্ধু কন্যা  জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বেই দেশ ও জাতির উন্নয়ন হচ্ছে, বাংলাদেশ আজ দরিদ্র সীমা অতিক্রম করে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছে।


 যুক্তরাষ্ট্রে  সিলেট বিভাগ আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান  আহমদ শিপলুর সংবর্ধনা উপলক্ষে এস রহমান রূপার সভাপতিত্বে আলোচনা সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সামসুউদ্দিন আজাদ, আওয়ামী লীগ নেত্রী সাহানারা রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাংগীর,আব্দুল আজিজ মামুন, যুক্তরাষ্ট্র জাসদ সাধারন সম্পাদক নুরে আলম জিকু, আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন