হাকিকুল ইসলাম খোকন , সিনিয়র প্রতিনিধি:গত ৮ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের স্হায়ীয় সময় রাত ৮চায় নিউইয়র্ক জ্যাকসন হাইটর্স পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র সিলেট বিভাগীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতি সংঘের ৭৬ অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমদ শিপলু ( সিলেটে সাবেক মেয়র প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের তনয়) ও সিলেট মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএসালাম ও আমেরিকা সফররত আওয়ামী লীগ নেতা এম এ করিম। খবর বাপসনিউজ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজী কয়েছ এর সভাপতিত্বে আয়োজন সংগঠনের নেতা যুক্তরাষ্ট্র যুব লীগের যুগম আহবায়ক ইফজাল চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা উপদেষ্টা ড প্রদীপ রন্জন কর,উপদেষ্টা ডা:মাসুদুল হাসান, সহ সভাপতি সৈয়দ বসবারত আলী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশাহ, দফতর সম্পাদক প্রেীকশলী মো:আলী সিদিদকী,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো: বখতিয়া,শিষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাংগীর,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চেীধুরী,বীর মুক্তিয্াদধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এমএ বাতেন,বাংলাদেশ সোসাইটি অব নিউইয়কের সাবেক সাধারন সম্পাদক রানা ফেরদেীস চোধুরী,কবি সালেহী বেগম।সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগ সভাপতি আজিজুল হক খোকন, আওয়ামী লীগ নেতা শেখ মকলু, মোহাম্মদ শাহীন, শাখাওয়াত আলী,আলামিন পান্না সহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন