জিবি নিউজ 24 ডেস্ক //
নেপালে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২৮ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন ১৪ জন। পাহাড় থেকে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৪ জন মারা যান। অন্য চারজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এসময় স্টাফসহ এতে ৪২ জন আরোহী ছিল।
গুরুতর আহতদের মধ্যে ১৪ জনকে হেলিকপ্টার এবং নিয়মিত ফ্লাইটের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান প্রধান জেলা কর্মকর্তা রম বাহাদুর মাহাত।
তিনি বলেন, নিহতদের অধিকাংশই শিক্ষার্থী এবং অভিবাসী শ্রমিক। নেপালের সবচেয়ে বড় উৎসব দশাইন উপলক্ষে তারা ভারত থেকে যাচ্ছিলেন।
প্রাথমিক তদন্তের কথা জানিয়ে তিনি বলেন, হঠাৎ টায়ার বিস্ফোরণ হলে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন