যৌন নিপীড়ন অনেক হয়েছে, আর নয়: জয়া

gbn

 জিবিনিউজ24ডেস্ক//

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ দুই বাংলার দর্শক নন্দিত অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি সমাজের নানা অসংগতি নিয়ে বিভিন্ন সময়ে সরব হতে দেখা গিয়েছে তাকে। এবার পারিবারিক হিংসার বিরুদ্ধে সমাজের মেয়েদের ওপর অত্যাচারের প্রতিবাদে প্যান কমনওয়েলথ প্ল্যাটফর্মে মুখ খুললেন ‘দেবী’ খ্যাত এই চিত্রতারকা।

জয়া বলেন, হতে পারে এই অত্যাচার যৌন নিপীড়ন। হতেই পারে মারধর কিংবা পারিবারিক সহিংসতা। অনন্তকাল ধরে যা নীরবে সহ্য করে আসছেন নানা বয়সের মেয়ে। আজ পর্যন্ত ঘটনাগুলোর প্রতিবাদ করেনি কেউ! অত্যাচার থামানোরও চেষ্টা করেনি। উল্টে সাফাই গেয়েছে, এটা ব্যক্তিগত ঘটনা। এই নিয়ে বাইরে কথা হবে কেন? এবার বলার সময় এসেছে, ‘আর না’।

 

তিনি আরো বলেন, কোভিড-১৯ নিয়ে সবাই যখন আতঙ্কিত, এর মধ্যেই নিত্যদিন ঘটে চলা অকথ্য অত্যাচার যে কত নারীর জীবন শেষ করে দিচ্ছে সেটা আতঙ্কের নয়? দুনিয়া থেকে, নারীর জীবন থেকে এই ধরনের কলঙ্কিত অধ্যায় মুছে ফেলতে তাই ডাক দিয়েছেন,‘নিপীড়ন যাক। ভালবাসা আসুক। সুস্থ, আতঙ্কহীন জীবনের স্বপ্ন দেখুক নারীও।

এ থেকে পরিত্রাণের উপায় প্রসঙ্গে জয়ার ভাষ্য, সমাজের আনাচেকানাচে একটাই কথা ধ্বনিত হোক, ‘আর না’। তবেই হিংসা গিয়ে সম্মান ফিরবে নারী জীবনে।

কমনওয়েলথের সপ্তাহব্যাপী এই বিশেষ প্রচারে ৫৪টি সদস্য দেশ যুক্ত। সেই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত জয়া। তিনি বলেন, ঘরের কোণায় গুমরোতে গুমরোতে অত্যাচারে, অবিচারে মৃতপ্রায় নারী। মহামারির মতো সারা বিশ্বে ছেয়ে গেছে এই ন্যক্কারজনক ঘটনা। সমাজ এর বিরুদ্ধে মুখ খোলেনি। মেয়েদের কোনও নিরাপত্তা দেয়নি। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন