জিবি নিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের জুড়ীতে মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ল্যাবএইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এন্ড কনসালটেশন সেন্টার ক্যাম্পের আয়োজন করে।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. নারায়ন দে।
সাংবাদিক মো. বেলাল হোসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জুড়ী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, ল্যাবএইড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের অন্যতম মালিক ডা. মো আল আমিন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী তোফায়েল আহমদ, আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাজেদ আহমদ প্রমুখ।
ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন