রাজনগরে পৃথক স্থানে একদিনে দুটি সড়ক দুর্ঘটনা

এস এম ফজলুঃ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পৃথক স্থানে একদিনে দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১২ অক্টোবর ২০২১ইং, উপজেলার কদমহাটা এলাকায় দুপুরের দিকে মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাজ আহমদ (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক সাব্বির আহমদ (২৪) আহত হয়েছেন। আহত অবস্থায় মোটরসাইকেল চালক সাব্বিরকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে পরবর্তীতে সিলেট মাউন্ট এডোরা হসপিটালে প্রেরণ করা হয়। তারপর রাজনগর উপজেলার চাটুরা এলাকায় মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে আরেক দফায় মৌলভীবাজার থেকে আসা সিএনজি অটোরিকশা ও রাজনগর থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এই সময় সিএনজির যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ জনের অবস্থা আসঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট পাঠানো হয়েছে। আর বাকি ২ জন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন