জিবি নিউজ 24 ডেস্ক //
ভারতে কমে এসেছে করোনার প্রকোপ। প্রায় সবকিছুই স্বাভাবিক হয়ে উঠছে দেশটিতে। খুলেছে সিনেমা হল। পুরোদমে চলছে সিনেমার শুটিং। বেশ কয়েক দফা লকডাউনের পর করোনাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ভারত।
তবে এরইমধ্যেই এলো খারাপ খবর। যা বলিউডে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। ‘ওএমজি ২’ সিনেমার শুটিং সেটে ৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
প্রথম ছবিটি অর্থাৎ ‘ওহ মাই গড’-এর সাফল্যের পর নির্মাতা উমেশ শুক্লা তৈরি করছেন এর সিক্যুয়েল। সেখানে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম। বেশ আয়োজন করে চলছিলো শুটিং। কিন্তু সেখানে একজন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। পরে তাকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। টিমের অন্যদেরও কভিড-১৯ টেস্ট করা হলে আরও ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। যা বেশ ভয়ের সঞ্চার করেছে পুরো টিমে।
জানা গেছে, করোনা রোগী শনাক্ত হওয়ার পর দুই সপ্তাহের জন্য শুটিং বন্ধ রেখেছেন ছবিটির প্রযোজক অশ্বিন ভার্দে।
তবে ছবির পরিচালক ও শুটিংয়ে অংশ নেয়া দুই তারকা পঙ্কজ এবং ইয়ামির করোনা নেগেটিভ বলে নিশ্চিত করেছে বলিউড হাঙ্গামা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন