প্রবাসী কর্মীদের জন্য রাজধানীতে হবে হাসপাতাল

জিবি নিউজ 24 ডেস্ক //

প্রবাসী কর্মীদের জন্য রাজধানীর ভাটারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

তিনি বলেছেন, ‘বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকার বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনর্বাসন করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

 

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অভিবাসন সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে ‘পোস্ট কোভিড-১৯ রিইন্টিগ্রেশন অব রিটার্নড মাইগ্রেন্ট ওয়ার্কারস: অ‌্যান অ‌্যানালাইসিস অ‌্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভা সঞ্চালনা করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

মন্ত্রী বলেন, ‘সরকার অভিবাসন সংশ্লিষ্ট সব উন্নয়ন সহযোগী ও অংশীজনকে সঙ্গে নিয়ে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন ঘটাতে চায়। প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে আমাদের এক হয়ে কাজ করতে হবে।’

সভায় অভিবাসন সংশ্লিষ্ট অংশীজন হিসেবে আইএলও, আইওএম, ওকাপ, রামরু, আইসিএমপিডি, বিএনএসকে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও অভিবাসন খাতের উন্নয়ন বিষয়ে বিভিন্ন তথ‌্য তুলে ধরে।

সভায় আরও বক্তব্য রাখেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, আইওএম বাংলাদেশের চিফ অব মিশন গিওরগি গিগারিও, আইএলও’র লেটেসিয়া ওইবেল প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন