জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের হাট-বাজারে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অবৈধ মজুদ রোধ এবং স্বাভাবিক সরবরাহ নিশ্চিতকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪’সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন ক্েক্ষ বানিজ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসন এ সভা আয়োজন করে ।
জেলা প্রশাসক এজেডএম নূরুল হকের সভাপতিত্বে সভায় অংশ নেন বানিজ্য মন্ত্রণালয়ের উপসচিব আবুল কালাম আজাদ,অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট জাকিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফজল-ই-খুদা,চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতি এরফান আলী, জেলা মার্কেটিং অফিসার নুরুল ইসলাম,জেলার সোনামসজিদ স্থলবন্দর অথরিটির কর্মকর্তা,আমদানী-রপ্তানীকারক,বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা।
সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে পেঁয়াজ অবৈধ মজুদ না করার জন্য সকল শ্রেণির ব্যবসায়ীর প্রতি আহব্বান জানানো হয়। সভায় আশস্ত করা হয় যে, পেঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে। বাজারে সরবরাহ ঠিক রাখতে আরও পেঁয়াজ আমদানী করা হচ্ছে। প্রয়োজনে জেলায় টিসিবি’র মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে। কাজেই এ ব্যাপারে কোন অসত্য তথ্য বা গুজর না ছড়ানোর জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়। সভায় জানানো হয়, বেআইনি যে কোন মজুদের ব্যাপারে প্রশাসনের অবস্থান কঠোর। প্রয়োজনে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুদদারি দমন করা হবে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন