জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বজ্রপাতে অনিল দেবনাথ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৪ সেপ্টেম্বর বিকেলে আনুমানিক ৪টায় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে হাজিপুর ইউনিয়নের চান্দগাঁও গ্রামের বজেন্দ্র দেবনাথের ছেলে অনিল দেবনাথ মারা যান। তিনি বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন