থারক হেল্পিং হ্যান্ডস এর পাঁচ বছর পুর্তি

চ্যারিটি প্রতিষ্ঠান থারক হেল্পিং হ্যান্ডস এর পাঁচ বছর পুর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  ১৭ অক্টোবর রবিবার গ্রেজ এর স্থানীয় হলে  অনুষ্ঠানের আয়োজন করা হয় । সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারি ইমাম গ্রেইজ মসজিদ শোয়েবুর রহমান কামালি । প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শায়েখ মাহমুদুল হাসান , খতিব এসেক্স জামে মসজিদ, পরিচালক টিভি ওয়ান।

চ্যারিটি সেক্রটারী আলহাজ্ব শিবলুর রহমান এক শুভেচ্ছা বক্ত্যবে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। আগামী শীত মৌষুমে গরিব, অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণের আশাবাদ ব্যক্ত করেন । ট্রাস্টি আলহাজ্ব হাফিজ সিরাজুল ইসলাম বিগত পাঁচ বছরের কার্যক্রম তুলে ধরেন, ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন । সভাপতি  আবুল খয়ের মিয়ার সভাপত্বিতে , সাধারন সম্পাদক আলহাজ্ব শিবলুর রহমানের পরিচালনায় এতে আরো উপস্হিত ছিলেন আলহাজ্ব টিলবারি জামে মসজিদের খতিব হাফিজ সিরাজুল ইসলাম, সাবেক কমিশনার আলহাজ্ব লুৎফুর রহমান, আলহাজ্ব শোয়াইবুর রহমান চৌধুরী, আলহাজ্ব আবু সুফিয়ান চৌধুরী, আলহাজ্ব ইলিয়াস আহমেদ , আলহাজ্ব ফখরুল ইসলাম রুহুল, কায়সার আব্বাস, কাউন্সিলর ,আলহাজ্ব মুজিবুর রহমান, মুরাদ মিয়া, নজরুল ইসলাম , চারাটির ট্রাস্টী সফিকুল ইসলাম, শাকাওয়াত হোসান, বাহার চৌ, আকলিসুর রহমান, মোহাম্মদ জান, ছামি সানা উল্লাহ সহ কমিউনিটির অন্যান নেত্রীবৃন্দ। 

 

২১১৬ সালে দেশে গরিব, দুঃখী, অসহায়দের সাহায্য করার লক্ষে থারক হেল্পিং হ্যান্ডস প্রতিষ্ঠা করা হয়। ১০০০ কম্বল, সেলাই মেশিন বিতরণসহ  চক্ষু সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করা হয়। এছাড়াও চ্যারিটি প্রতিষ্ঠানের সদস্য হওয়ার জন্যে আহবান জানানো হয় অনুষ্ঠানে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন