ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে পথ শিশুদের  মাঝে খাবার বিতরন. 

এনামুল হক আলম

অদ্য  ১৯/ অক্টোবর ২০২১ ইং মঙ্গলবার
পশ্চিমবাজারের ব্যবসায়ী মো:মোস্তফা স্টোরের মালিক বেরির চর গুলবাগের বাসিন্দা মো:মোস্তফা মিয়া এবং কালু মিয়া তাদের উদ্দুগে  ৫নং ওয়াড বাসির সহযোগিতায় ঈদে মিলাদুন্নবি উপলক্ষ্যে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে হতদরিদ্র ও পথ শিশুদের মধ্যে দুপুরের খাবার বিতরন করা হয়,এমন মহত কাজে  জারা সার্বিক  সহযোগিতা করেন
৫ নং ওয়াডের মুরব্বি ও যুবকরা
মো: সুকুর মিয়া
মোঃ খলিল মিয়া
মো: শাহজাহান আহমদ (সাজু)
মো: ব্যবসায়ী রতন মিয়া
মো:ব্যবসায়ী শাহিন 
এই অসহায় শিশুদের সচরাচর ভালো খাবার খাওয়া তাদের ভাগ্যে হয় না।তাই ঈদে মিলাদুন্নবি মর্যদা পূর্ণ দিনটিতে তিন শতাধিক হতদরিদ্র ও পথ শিশু তৃপ্তি সহকারে পেট ভরে দুপুরের সুস্বাদ খাবার খেতে পায়। তাদের জন্য এ দিনটি ছিল আনন্দময় উৎসব মূখর পরিবেশ। আল্লাহ তালার কাছে প্রার্থনা করি,
আমরা সবাই যাতে এই দিনটি প্রতি বছর তাদের মধ্যে পিরিয়ে দিতে পারি._আমাদের জন্য সবাই দোয়া করবেন,।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন